ভোরের আলো - আকরাম হোসাইন


ভোরের আলো ফোটার আগেই
জাগল মুয়াজ্জিন
“আল্লাহ বড়” সুর ধরে’ তাই
বাজল তাহার বীন।
      তারই সুরে সুর মিলায়ে
      খোপের মোরগ গায়
      রাখাল ছেলে কাস্তে নিয়ে
      চকের দিকে ধায়
কাজে-গানে মুখর সকাল,
মুখর খাঁচার টিয়ে।
নীরব শুধু খুকির সকাল-
কাঁথার উমে শুয়ে!
      লোকে বলবে আলসেমি কী!
      ঘুমেই শুধু থাকে
      “ঘুমের চেয়ে সালাত নেকি”-
      দেয় না সাড়া ডাকে।
শুভ্র আলো শুভ্র মানুষ
চলছে দেখ পথে।
নামায পড়ে, ভালো মানুষ
চলে ভালোর সাথে।
      নামায-ফেরৎ মানুষের মুখে
      যিকিরের গুঞ্জন
      বিবাদমুখর সমাজের বুকে
      শুভ্র মানুষ ক’জন
দেখ না খুকি বেগুন-ডালে
টুনটুনিটি নাচে।
একটি বেজি তারই তালে
বেগুন গাছের নীচে।
      থাকবে কি তুমি ঘুমিয়ে বল
      এত্ত কিছুর পর?!
      ভালোরা সব, কাজে ছুটল
      ঘুমকে করে’পর।
ফুটল আলো তাই না দেখে
গাইছে বনের পাখি
ঘুমের ঘোরে থাকবে বলে
সকাল হবে না-কি?
Share on Google Plus

About Bashuria

প্রেম,ভালোবাসা,ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা সুরের তালে, ছন্দের তালে, বাঁশুরিয়ার বাঁশির গেঁয়ো সুরে

0 comments:

Post a Comment