যাদুর লাঠি- আকরাম হোসাইন

দাদুর কাছে দৌড়ে আসে পাঁচ বছরের নাতিটি-
আমার দাদু! খুব প্রয়োজন তোমার হাতের লাঠিটি।
যেই না ধরি একটি ছড়ি, ভেঙ্গে পড়ে গেলাস
আম্মু এসে কান মলে দেনে-আবার যেন ডরাস।
দাও না দাদু ঐ লাঠিটি, কেউ তোমায় দোষে না
আমার হাতে খেলবে ভালো, একটি ফুলও ছিঁড়ব না।
দাদু বলেন: এই লাঠিটা, নিসনে ভাইয়া কখনো
বয়স যখন আশির কোঠায়-একাই হাঁটিস তখনো।
এই লাঠিটা বড় নাছোড় শক্তিকে নেয় ছিনিয়ে-
হয় তা’ শিশু জুজুবুড়ি-খাড়ায় মাজা বাঁকিয়ে।
এরচে’ ভালো সময় মত, পড়বি, খাবি, শুয়িবি
বয়সের ভার দেবে না লাঠি একাই কাজ করিবি।
নাতি বলে: তওবা দাদু আর ধরবো না লাঠিটা
তোমার মত হব না তাই মেনে চলব কথাটা।
Share on Google Plus

About Bashuria

প্রেম,ভালোবাসা,ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা সুরের তালে, ছন্দের তালে, বাঁশুরিয়ার বাঁশির গেঁয়ো সুরে

0 comments:

Post a Comment